কার্য ও কার্যের পরিমাপ

Submitted by arpita pramanik on Thu, 10/08/2020 - 21:06

কার্য ও কার্যের পরিমাপ (Work and Measurement of Work)

কার্যের সংজ্ঞা (Definition of Work)

কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয় বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের প্রয়োগ বিন্দুর স্মরণ এর গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয় ।

অর্থাৎ, কৃতকার্য (W) = প্রযুক্ত বল (F) × বলের প্রয়োগ বিন্দু স্মরণ (S)

W = F × S

 

কার্যের পরিমাপ (Measurement of Work)

বস্তুর উপর প্রযুক্ত বল এবং ওই বলের প্রয়োগ বিন্দু স্মরণ এর গুণফল দ্বারা কার্যের পরিমাপ করা হয় ।

Work Done

কোন বস্তুর  উপর A বিন্দুতে একটি বল F ক্রিয়া করে বস্তুটি  A থেকে B বিন্দুতে সরে গেল । এর ফলে যদি বস্তুর উপর প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণ, A থেকে B মধে দূরত্ব = S হয়, তাহলে

কৃত কার্য (W) = F × S হবে ।

 

 

Work Done Inclined

 

অনেক সময় দেখা যায় বস্তুর সরণের অভিমুখ এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু সরণ এর অভিমুখ একই সরলরেখায় হয়না এক্ষেত্রে বস্তুটির সরণের অভিমুখ এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু সরণ এর অভিমুখ যদি পরস্পরের সঙ্গে θ কোন করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে

কৃত কার্য  W = F cos θ × S হবে ।

কোন বস্তুর ওপর বল প্রয়োগ করা হলেও অনেক সময় কোনো কার্য করা হয় না । সাধারণত  দুটি ক্ষেত্রে বস্তুর উপর বল প্রযুক্ত হলেও কোনো কার্য হয় না -

1. বলের প্রয়োগ বিন্দু সরণ না হলে প্রযুক্ত বল দ্বারা  কোন কার্য করা হয় না । অর্থাৎ সরণ (S) = 0  হলে  কৃতকার্য (W) = 0 হবে ।

কৃতকার্য (W) = প্রযুক্ত বল (F) × বলের প্রয়োগ বিন্দু স্মরণ (S)

কৃতকার্য (W) = প্রযুক্ত বল (F) × 0

কৃতকার্য (W) = 0

2. কার্যহীন বল : অনেক সময় বল প্রয়োগের ফলে বস্তুটির সরণ হলেও ওই বল কোন কার্য করে না । এই অবস্থায় ওই বলকে কার্যহীন বল বলে। এক্ষেত্রে প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণের অভিমুখ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে বলে ওই বল দ্বারা কৃতকার্যের পরিমাণ শূন্য হয় । অর্থাৎ বস্তুটির সরণের অভিমুখ এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু সরণ এর অভিমুখ যদি পরস্পরের সঙ্গে 90º কোন করে অবস্থান করে ।

তাহলে,

কৃতকার্য (W) = প্রযুক্ত বল (F) × বলের প্রয়োগ বিন্দু স্মরণ (S)

কৃতকার্য (W) = F cos θ × S

যেহেতু cos θ =cos 90º =0

কৃতকার্য (W) = 0 × S

কৃতকার্য (W) = 0

 

কার্যের একক (Units of Work)

কার্যের একক বস্তুর উপর প্রযুক্ত বল এবং তার সরণের এককের উপর নির্ভর করে ।

কোন বস্তুর উপর একক বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ বলের অভিমুখে এক একক হয় তাহলে যে কার্য করা হয় তাকে একক কার্য বলে ।

 

কার্যের পরম একক (Absolute Unit of Work)

C.G.S বা মেট্রিক পদ্ধতিতে কার্যের পরম একক হল আর্গ (Erg) । কোন বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ বলের অভিমুখে 1 সেন্টিমিটার হয় তাহলে যে কার্য করা হয় তাকে এক আর্গ বলা হয় ।

অর্থাৎ 1 আর্গ = 1 ডাইন  × 1 সেন্টিমিটার = 1 ডাইন - সেন্টিমিটার

 

SI বা আন্তর্জাতিক পদ্ধতিতে কার্যের পরম একক জুল (Joule) বা নিউটন - মিটার । কোন বস্তুর উপর এক নিউটন বা 105 ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ বলের অভিমুখে এক মিটার হয় তাহলে যে কার্য করা হয় তাকে এক জুল (Joule) বলে ।

1 জুল = 1 নিউটন  × 1 মিটার = 105 ডাইন × 100 সেন্টিমিটার = 107 ডাইন- সেন্টিমিটার = 107 আর্গ ।

 

কার্যের ব্যবহারিক একক (Practical Unit of Work)

আর্গ খুব ছোট একক হওয়ায় ব্যবহারিক ক্ষেত্রে SI পদ্ধতিতে প্রচলিত একক কে কার্যের ব্যবহারিক একক হিসেবে ধরা হয় ।

কার্যের ব্যবহারিক একক হল জুল (Joule)। 1 জুল = 107 আর্গ  ।

অনেক সময় কার্যের ব্যবহারিক একক হিসেবে কিলোজুল (Kilojoule, kJ) এবং মেগাজুল (Megajoule, MJ) ব্যবহার করা হয় ।

1kJ = 1000J = 103 J

1MJ = 1000000J =106 J

 

কার্যের অভিকর্ষীয় একক (Gravitational Unit of Work)

C.G.S বা মেট্রিক পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হল  গ্রাম- সেন্টিমিটার । 1 গ্রাম ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি উপরে তুলতে যে কার্য করা হয় তাকে এক গ্রাম সেন্টিমিটার বলে ।

1 গ্রাম সেন্টিমিটার =  g আর্গ = 981 আর্গ

SI বা আন্তর্জাতিক পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হল কিলোগ্রাম-মিটার । 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে এক কিলোগ্রাম-মিটার বলে ।

1 কিলোগ্রাম-মিটার = 9.8 নিউটন - মিটার = 9.8 জুল

*****

Comments

Related Items

দ্রবণের প্রকারভেদ

ভৌত অবস্থা অনুযায়ী দ্রবণকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়- কঠিনে কঠিনের দ্রবণ, কঠিনে তরলের দ্রবণ, তরলে কঠিনের দ্রবণ, তরলে তরলের দ্রবণ, তরলে গ্যাসের দ্রবণ, গ্যাসে গ্যাসের দ্রবন ...

দ্রবণের বৈশিষ্ট্য

দ্রবনের প্রধান বৈশিষ্ট্য গুলি হল -.দ্রবণে কোন নতুন পদার্থের সৃষ্টি হয় না অর্থাৎ দ্রবণে দ্রাবক (Solvent) ও দ্রাবের (Solute) নিজস্ব ধর্ম বজায় থাকে। দ্রবণের প্রতিটি অংশের উপাদান গঠন এবং ধর্ম একই অর্থাৎ দ্রবণ সবসময় সমসত্ব হবে। দ্রবণের মধ্যে দ্রাবের (Solute) কনাগুলিকে খালি চোখে বা খুব শক্তিশালী অণুবীক্ষণ ..

প্রশমন ক্রিয়া (Neutralisation)

অ্যাসিড ও ক্ষারের মধ্যে যে বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণভাবে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে ।যেমন তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার NaOH এর সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড HCl এর বিক্রিয়ায় NaCl লবণ ও জল উৎপন্ন হয় ...

লবণ ও লবণের ধর্ম

অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু ধাতু বা অপর কোন ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। যেমন- সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, জিংক সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি।

ক্ষারক ও ক্ষারকের ধর্ম

ক্ষারকের গুলি হল---ক্ষারকের জলীয় দ্রবণ নির্দেশকের (Indicators) বর্ণ পরিবর্তন করে । যেমন ক্ষারকের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে । ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয় ।