আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন

Submitted by avimanyu pramanik on Fri, 02/05/2021 - 19:04

আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন (The Civil Disobedience Movement and the Working Class) :-

১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে ভারতের বিভিন্ন প্রদেশের শ্রমিকরা এই আন্দোলনে অংশ গ্রহণ করে । এই সময় বাংলায় শ্রমিক আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে । শ্রমিক আন্দোলনের ক্রমবর্ধমান ব্যাপ্তিতে ভীত হয়ে আন্দোলন দমনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে 'শিল্পবিরোধ বিল' ও 'জননিরাপত্তা বিল' (Public Safety Bill) পাস করে । শিল্পবিরোধ বিলটির দ্বারা ধর্মঘট নিষিদ্ধ করা হয় এবং জননিরাপত্তা বিলটির দ্বারা শ্রমিক আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় । ভারতের জাতীয় কংগ্রেস এই দমনমূলক আইনগুলির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় । সরকার-বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বহু শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে তাদেরকে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয় । অভিযুক্তদের মধ্যে তিনজন ইংরেজ ছিলেন— বেঞ্জামিন ফ্রান্সিস ব্রাডলে, ফিলিপ স্প্র্যাট ও হাচিনসন । এ ছাড়া বোম্বাই থেকে এস এ ডাঙ্গে, এস এস মিরাজকর, এস ভি ঘাটে, কে এন যোগলেকর, আর এস নিম্বকর, এ এ আলভে, জি আর কামলে প্রমূখ, বাংলা থেকে মুজফফর আহমেদ, কিশোরীলাল ঘোষ, গোপেন চক্রবর্তী, রাধারমণ মিত্র প্রমূখ, পাঞ্জাব থেকে সোহন সিং জোশি এবং যুক্তপ্রদেশ থেকে পি সি জোশি ও বিশ্বনাথ মুখোপাধ্যায় প্রমুখ নেতা গ্রেফতার হন । মিরাট ষড়যন্ত্র মামলার রায়ে অধিকাংশ বন্দি দোষী সাব্যস্ত হন ও তাঁদের অনেকের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হয় । মামলা চলাকালীন এই সব নেতারা আদালতে প্রকাশ্যে মার্কসবাদের প্রচারকার্য চালিয়েছিলেন । ফলে অনেকেই সাম্যবাদের দিকে আকৃষ্ট হন । অধিকাংশ কমিউনিস্ট নেতা কারাবরণ করায় কমিউনিস্ট আন্দোলন কিছুটা গতি হারিয়ে ফেলে । রোমা রোলাঁ, আলবার্ট আইনস্টাইন প্রমূখ মণীষী মিরাট ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান ।

১৯৩০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেস প্রথম স্বাধীনতা দিবস পালন করে । ৪র্থ ফেব্রুয়ারী পূর্ণ স্বরাজের দাবিতে বোম্বাই -এর প্রায় ২০ হাজার শ্রমিক আন্দোলনে অংশগ্রহণ করে, এদের অধিকাংশই ছিলেন রেলশ্রমিক । ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ই এপ্রিল লবণ আইন ভঙ্গ করে গান্ধিজি আইন অমান্য আন্দোলন শুরু করেন । আন্দোলন শুরুর দিনেই বোম্বাই -এর জি আই পি রেলওয়ে মেন'স ইউনিয়ন (Great Indian Peninsular Railway Men's Union) -এর শ্রমিকরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন । ১৯৩০ খ্রিস্টাব্দের ৭ই মে গান্ধিজি গ্রেপ্তার হন । গান্ধিজির গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশ উত্তাল হয়ে ওঠে । মহারাষ্ট্রের শোলাপুরের বস্ত্রশিল্পের শ্রমিকেরা স্বতঃস্ফূর্ত ধর্মঘটে অংশগ্রহণ করে । ধর্মঘটি ভাঙার জন্য ধর্মঘটি শ্রমিকদের ওপর ব্রিটিশ পুলিশ ও সামরিক বাহিনী নির্মম অত্যাচার চালায় । ঐ সময় করাচির বন্দর শ্রমিক, কলকাতার কারখানা ও বন্দর শ্রমিক এবং মাদ্রাজের শিল্প শ্রমিকরা ব্রিটিশবিরোধী ধর্মঘটে শামিল হয় । ভারতের জাতীয় কংগ্রেস ধর্মঘটি শ্রমিকদের ওপর ব্রিটিশ সরকারের অত্যাচারের তীব্র প্রতিবাদ জানায় ।

জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ১৯৩০ খ্রিস্টাব্দের ৬ই জুলাই দিনটিকে 'গান্ধি দিবস' হিসেবে ঘোষণা করে । ওই দিন ৫০ হাজার শ্রমিক হরতালে অংশগ্রহণ করে এবং ৪৯টি কারখানার শ্রমিকরা কর্মক্ষেত্রে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করে । মিরাট ষড়যন্ত্র মামলা, সরকারি দমন নীতি, AITUC -এর ভাঙ্গন প্রভৃতি কারণে কমিউনিস্টরা এই সময় জাতীয় আন্দোলনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে শ্রমিক আন্দোলনে কমিউনিস্ট নেতৃত্বের শূন্যস্থানে কংগ্রেসি নেতৃবর্গ নেতৃত্ব দিতে শুরু করেন । ১৯৩৪ খ্রিস্টাব্দ থেকে কমিউনিস্টরা আবার শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিতে শুরু করলে কমিউনিস্ট পার্টির সক্রিয় ভূমিকায় শোলাপুর, নাগপুর ও বোম্বাই -এ ব্যাপকভাবে শ্রমিক ধর্মঘট পালিত হয় । কমিউনিস্টদের প্রভাব দমন করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৮শে জুলাই ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে । সে সময় কমিউনিস্ট পার্টি গোপনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি -র সঙ্গে মিলিত হয়ে শ্রমিক আন্দোলন পরিচালনা করতে থাকে । কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতৃবৃন্দ মনে করতেন, শুধু স্বাধীনতা সংগ্রাম নয়, দেশের শ্রমিক-কৃষকদেরও স্বার্থরক্ষার প্রয়োজন রয়েছে । এই দলের চারটি মূল কর্মসূচি ছিল—(i) শীঘ্র স্বাধীনতা অর্জন, (ii) জাতীয় কংগ্রেসের মধ্যে বামপন্থী মনোভাবাপন্ন নেতাদের একজোট করা, (iii) জাতীয়তাবাদের প্রসার ঘটিয়ে সমাজতন্ত্রের লক্ষ্যে এগিয়ে যাওয়া, (iv) কৃষক ও শ্রমিক শ্রেণিকে একজোট করা ও তাদের অর্থনৈতিক দাবিগুলি পূরণের চেষ্টা করা । নিম্ন মধ্যবিত্ত শ্রেণি, শোষিত শ্রমিক ও কৃষকশ্রেণিকে একজোট করে সশস্ত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করাই ছিল কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল লক্ষ্যে । সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ১৯৩৭ খ্রিস্টাব্দের নির্বাচনে সর্বত্র কংগ্রেস প্রার্থীদের সমর্থন জানিয়ে মিছিল ও সভা সমাবেশের আয়োজন করে । জাতীয় কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে শ্রমিকদের স্বার্থে ন্যায় মজুরি, ৮ ঘণ্টা কাজ, শ্রমবিরোধের মিমাংসা, ইউনিয়ন গঠন ও ধর্মঘটের অধিকার প্রভৃতি কর্মসূচি ঘোষণা করে । নির্বাচনে ১১টির মধ্যে ৭টি প্রদেশে কংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হয় । নির্বাচনের সাফল্যে শ্রমিকশ্রেণি প্রবল উৎসাহে বাংলার চটকলগুলিতে, কানপুর, বোম্বাই, আমেদাবাদ ও মাদ্রাজের কাপড়ের কলগুলিতে, কুলচি ও হিরাপুরে মার্টিন বার্ন লৌহ-ইস্পাত কারখানায় এবং অসমের ডিগবয়ে খনিজ তেল শিল্পে শ্রমিক ধর্মঘটে শামিল হয় ।

****

Comments

Related Items

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?

প্রশ্ন : বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?

বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন : বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

প্রশ্ন : বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

প্রশ্ন : কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?

প্রশ্ন : ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?