করণী (surds)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 21:31

করণী (surds):-

মূলদ সংখ্যা :  যদি কোনো সংখ্যা কে p/q (p,q অখণ্ড সংখ্যা, q ≠ 0) আকারে প্রকাশ করা যায় তাহলে ঐ সংখ্যা কে মূলদ সংখ্যা (rational number) বা প্রমেয় রাশি (commensurable quantity) বলে ।

উদাহরণ:- [tex]2 \over 5[/tex], 0, 16, √25 ইত্যাদি ।
(শূন্য সংখ্যাটি অবশ্যই মূলদ সংখ্যা)

অমূলদ সংখ্যা:- যে সব সংখ্যা কে p/q আকারে প্রকাশ করা যায় না তাদের কে অমূলদ সংখ্যা (irrational number) বা অমেয় রাশি (incommensurable quantity) বলে । উদাহরণ:- √2, ∛5 ইত্যাদি ।

করণী - একটি ধনাত্মক রাশির কোনো মূল সঠিক ভাবে নির্ণয় করা সম্ভব না হলে সেই মূলক কে করণী বলে । উদাহরণ: √2 , ∛5  ইত্যাদি ।

করণীর সংজ্ঞা থেকে বোঝা যায় যে করণীও অমেয় রাশি । কিন্তু √25, [tex]\sqrt[2]{7}[/tex] ইত্যাদি করণীর অকারে প্রকাশিত হলে ও এরা প্রমেয় রাশি ।

√ চিহ্ন দ্বারা করণী প্রকাশ করা হয় এই চিহ্নটি কে করণী চিহ্ন (radical sign) বলে ।

করণীর ক্রম (Order of Surds) :  কোনো করণীর মূল সূচক সংখ্যাকে ঐ করণীর ক্রম (order) বলা হয় ।
উদাহরণ:- √2, [tex]\sqrt[7]{7}[/tex], [tex]\sqrt[n]{9}[/tex] ইত্যাদি, এখানে √2 হল দ্বিতীয় ক্রমের করণী । [tex]\sqrt[7]{7}[/tex] হল সপ্তম ক্রমের করণী । [tex]\sqrt[n]{9}[/tex] হল n তম ক্রমের করণী ।


 

 

Related Items

সূচকের নিয়মাবলির প্রমাণ (Proof of Different laws of Indices)

সূচকের বিভিন্ন নিয়মাবলির প্রমাণ আলোচনা করা হলো

সূচক সংক্রান্ত অংকের সমাধান (Solution of Indices )

সূচকের বিভিন্ন ধরণের অংকের সমাধান (Solution of Indices ), উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স ও বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নের সমাধান

সূচকের সংক্ষিপ্তকরণ (Summary of indices)

সূচকের নিয়মাবলীর সংক্ষিপ্তকরণ । a ও b এর মান শূন্য না হলে m ও n এর যে কোনো বাস্তব মানের জন্য সূচকের নিম্নলিখিত সূত্রাবলি হল ।

জটিল রাশির বীজগণিত (Algebra of Complex Numbers)

দুটি জটিল রাশির যোগফল একটি জটিল রাশি হয় , দুটি জটিল রাশির বিয়োগফল একটি জটিল রাশি হয় , জটিল রাশির গুণফল একটি জটিল রাশি হবে, জটিল রাশির ভাগফল একটি জটিল রাশি হবে, একটি জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত একটি জটিল রাশি হয়

জটিল রাশির ধর্ম ( Properties of Complex Numbers)

বাস্তব সংখ্যার ন্যায় জটিল রাশি যোগ ও গুণ সাপেক্ষে বিনিময় (Commutative), সংযোগ (Associative) এবং বিচ্ছেদ (Distributive) নিয়ম মেনে চলে । দুটি পরস্পর অনুবন্দি জটিল রাশির যোগফল ও গুণফল উভয়ই বিশুদ্ধ বাস্তব রাশি ।