বিজ্ঞানের জয়যাত্রা

Submitted by Nandarani Pramanik on Thu, 02/06/2020 - 14:40

ভূমিকা:- মানব সভ্যতার বিজয়রথের চালক হল বিজ্ঞান । সমগ্র মানবসভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অপরিসীম । মানব সভ্যতার হাহক হল বিজ্ঞান । গুহাবাসী মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখল, যেদিন নগ্ন গায়ে গাছের ছালকে পরিধেয় হিসাবে ব্যবহার করতে শিখল, সেদিন থেকেই শুরু হল বিজ্ঞানের জয়যাত্রা ।

বিজ্ঞান কী ?— বিজ্ঞানের জয়যাত্রা আলোচনার পূর্বে আমাদের জানা দরকার বিজ্ঞান কী ? বিজ্ঞান হল বিশুদ্ধ জ্ঞান । যে জ্ঞান প্রকৃত সত্যের সন্ধান দেয় । যে জ্ঞান সম্পূর্ণভাবে অর্জন করতে পারলে মানবসমাজ আরো অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে । মানবসমাজের কল্যাণ সাধন হবে ।

বিজ্ঞানের জয়যাত্রা নানা দিকে, নানা পথে —বিজ্ঞানের সৃষ্ট বিজয়রথে চড়ে মানুষ আজ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাত্রা করছে অনায়াসে । মহাকাশযানে চড়ে পাড়ি দিচ্ছে মহাকাশের বুকে ,মহাকাশের নীহারিকাপুঞ্জ আজ আর রহস্যময় নয় । সাবমেরিনে চেপে মানুষ সমুদ্রের অতল গভীরে ডুব দিয়ে তুলে আনছে মণিমাণিক্য । অভ্রভেদী তুষারাবৃত এভারেস্টেও মানুষ বিজয় পতাকা উড়িয়েছে । দুস্তর মরু পাড়ি দিতেও আজ আর কোনো ব্যাপার নয় । বিজ্ঞানের জয়যাত্রায় খুলে গেছে সমস্ত রহস্য, অন্ধকার অচেনা জগৎ ।

চিকিৎসা জগতে বিজ্ঞানের জয়যাত্রা —চিকিৎসা জগতে এসেছে প্রবল গতি । এখন প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে দুরারোগ্য রোগের সঠিক নির্ণয় ও চিকিৎসা সম্ভব হচ্ছে । দ্রুতগতিতে 'লেজার' এর প্রয়োগ, বেতার তরঙ্গ আমাদের প্রতিদিনের ব্যবহারে ঢুকে পড়েছে ।  চিকিৎসাতে বিজ্ঞান এনে দিয়েছে অসাধারণ সাফল্য । শিক্ষার জগতে বিজ্ঞান এনেছে বিপ্লব । বিজ্ঞানের অগ্রগতি আজ অনন্ত ও অসীম ।

কৃষিক্ষেত্রে বিজ্ঞানের জয়যাত্রা — কৃষিক্ষেত্রে উন্নত ফলনশীল বীজ ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে যেমন উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে তেমনি অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কৃষিতে এসেছে সবুজ বিপ্লব । এসব কিছুর পিছনে রয়েছে বিজ্ঞানের জয়যাত্রা । আধুনিক মানুষের জীবন আজ বিজ্ঞান নির্ভর । বিজ্ঞানকে কাজে লাগিয়ে দুর্ভিক্ষ, মড়ক, প্রাকৃতিক দুর্যোগের অনেকটাই মোকাবিলা করা সম্ভব হয়েছে । সুতরাং বিজ্ঞানের জয়যাত্রা মানে মানব সভ্যতার জয়যাত্রা ।

প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের জয়যাত্রা— আমাদের দৈনন্দিন জীবনে সব রকমের সুখ ও স্বাচ্ছন্দ এনে দিয়েছে বিজ্ঞান । আমাদের শোবার ঘর থেকে রান্নাঘর, পড়ার ঘর, ক্লাসরুম, অফিস-আদালত সর্বত্র বৈজ্ঞানিক জিনিসপত্র ব্যবহার করে জীবন আরো সুন্দর ও সহজ হয়েছে । টাইমটেবিল থেকে টাইপরাইটার, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট সব কিছুই বিজ্ঞানের সোনালী ফসল । এগুলি আমাদের জীবনে এতটাই অপরিহার্য হয়ে উঠেছে যে এগুলি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না ।

কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের জয়যাত্রা — মানব সভ্যতাকে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত করতে সক্রিয়ভাবে সাহায্য করছে বিজ্ঞান । সমাজকে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের । এর জন্য গ্রামে গ্রামে, শহরের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা, বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত করে কুসংস্কার দূর করা সম্ভব । এর মাধ্যমে জনসাধারণ সচেতন হবে বিজ্ঞানের প্রতি । কুসংস্কার জীবনে যে কী মারাত্মক ক্ষতি করতে পারে সে সম্পর্কে মানুষ অবহিত হবে । প্রকৃত সত্যের সন্ধান পাবে ।

উপসংহার — বিজ্ঞানের জয়যাত্রায় মানুষ আজ আর পিছনের দিকে তাকাবার অবকাশ পায় না । শোনা যায় বিশ্ব সৃষ্টি হয়েছিল মহাবিস্ফোরণ 'বিগব্যাং' এর মাধ্যমে । এই সৃষ্টির পর বিশ্ব ব্রহ্মান্ডের আকার ও পরিধি দিনে দিনে বেড়েই চলেছে । এই বৃদ্ধিকে বলা হয় Expanding Universe' । বিজ্ঞানের জয়যাত্রা দিনে দিনে বেড়েই চলেছে । বিজ্ঞানের জয়যাত্রা কোন দিনই থামবে না ।

****

Comments

Related Items

বাংলার ঋতুবৈচিত্র্য

" ছয় সেবাদাসী / ছয় ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি ।"

বাংলার উৎসব

উৎসব হল মানবজীবনের একটি অপরিহার্য অঙ্গ । মানুষ শুধু খেয়ে-পরে বেঁচেই সন্তুষ্ট থাকে না । সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চায় । মানুষ দৈনন্দিন জীবনের গতানুগতিক একঘেয়েমির জীবন থেকে মুক্তি চায় । শ্রমক্লান্ত জীবনে পেতে চায় সহজ অনাবিল আনন্দ । আর তাই মানুষ উৎসবে মেতে ওঠে ।

মিড ডে মিল (Mid-Day-Meal)

শিশুদের শিক্ষার অধিকার সবচেয়ে বড় অধিকার । দারিদ্র্য পীড়িত ভারতে বেশির ভাগ শিশু এই অধিকার থেকে বঞ্চিত । পেটের ক্ষুধা নিবারণের জন্য বেশির ভাগ শিশু, শিশুশ্রমিকে পরিণত হয় । শিশুদের শৈশবকে সুরক্ষিত করার জন্য ভারত সরকার এক জনমুখি প্রকল্প গ্রহণ করেন । এই প্রকল্পের নাম মিড-ডে-মিল ।

মানব জীবনে মেলার প্রয়োজনীয়তা

'মেলা' কথাটির মধ্যে আছে মিলনের ইঙ্গিত । জাতি ধর্ম নির্বিশেষে আমরা গিয়ে এক জায়গায় মিলিত হই । সম্মিলিত মানুষের সমাবেশেকেই মেলা বলে । প্রত্যেক মেলার একটা উপলক্ষ থাকে ঠিকই, কিন্তু একসময় সেটা একেবারেই গৌণ হয়ে যায় । লক্ষ্য হয়ে ওঠে পরস্পরের মধ্যে মিলেমিশে কিছু দেওয়া-নেওয়া বা আদান-প্রদান । মেলা হল মিলনের ক্ষেত্রে । মিলনের মধ্যে মানুষ নিজেকে খুঁজে পায় ।

মোবাইল ফোন ব্যবহারের সুফল ও কুফল/ভালোমন্দ

ভূমিকা:— আধুনিক প্রযুক্তি বিদ্যার নবতম আবিষ্কার হল ইন্টারনেট, ই-মেল ও মোবাইল ফোন । যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন । আজকের দিনে কোনো আত্মীয় পরিজন, বন্ধু-বান্ধব বা অন্য কাউকে চিঠি লিখি তার উত্তরের প্রতীক্ষায় ডাক-পিয়নের পথ চেয়ে বসে থাকতে হয় না ।