বিজ্ঞানের জয়যাত্রা

Submitted by Nandarani Pramanik on Thu, 02/06/2020 - 14:40

ভূমিকা:- মানব সভ্যতার বিজয়রথের চালক হল বিজ্ঞান । সমগ্র মানবসভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অপরিসীম । মানব সভ্যতার হাহক হল বিজ্ঞান । গুহাবাসী মানুষ যেদিন আগুন জ্বালাতে শিখল, যেদিন নগ্ন গায়ে গাছের ছালকে পরিধেয় হিসাবে ব্যবহার করতে শিখল, সেদিন থেকেই শুরু হল বিজ্ঞানের জয়যাত্রা ।

বিজ্ঞান কী ?— বিজ্ঞানের জয়যাত্রা আলোচনার পূর্বে আমাদের জানা দরকার বিজ্ঞান কী ? বিজ্ঞান হল বিশুদ্ধ জ্ঞান । যে জ্ঞান প্রকৃত সত্যের সন্ধান দেয় । যে জ্ঞান সম্পূর্ণভাবে অর্জন করতে পারলে মানবসমাজ আরো অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবে । মানবসমাজের কল্যাণ সাধন হবে ।

বিজ্ঞানের জয়যাত্রা নানা দিকে, নানা পথে —বিজ্ঞানের সৃষ্ট বিজয়রথে চড়ে মানুষ আজ পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাত্রা করছে অনায়াসে । মহাকাশযানে চড়ে পাড়ি দিচ্ছে মহাকাশের বুকে ,মহাকাশের নীহারিকাপুঞ্জ আজ আর রহস্যময় নয় । সাবমেরিনে চেপে মানুষ সমুদ্রের অতল গভীরে ডুব দিয়ে তুলে আনছে মণিমাণিক্য । অভ্রভেদী তুষারাবৃত এভারেস্টেও মানুষ বিজয় পতাকা উড়িয়েছে । দুস্তর মরু পাড়ি দিতেও আজ আর কোনো ব্যাপার নয় । বিজ্ঞানের জয়যাত্রায় খুলে গেছে সমস্ত রহস্য, অন্ধকার অচেনা জগৎ ।

চিকিৎসা জগতে বিজ্ঞানের জয়যাত্রা —চিকিৎসা জগতে এসেছে প্রবল গতি । এখন প্রচুর ইলেকট্রনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে দুরারোগ্য রোগের সঠিক নির্ণয় ও চিকিৎসা সম্ভব হচ্ছে । দ্রুতগতিতে 'লেজার' এর প্রয়োগ, বেতার তরঙ্গ আমাদের প্রতিদিনের ব্যবহারে ঢুকে পড়েছে ।  চিকিৎসাতে বিজ্ঞান এনে দিয়েছে অসাধারণ সাফল্য । শিক্ষার জগতে বিজ্ঞান এনেছে বিপ্লব । বিজ্ঞানের অগ্রগতি আজ অনন্ত ও অসীম ।

কৃষিক্ষেত্রে বিজ্ঞানের জয়যাত্রা — কৃষিক্ষেত্রে উন্নত ফলনশীল বীজ ব্যবহার, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে যেমন উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে তেমনি অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে কৃষিতে এসেছে সবুজ বিপ্লব । এসব কিছুর পিছনে রয়েছে বিজ্ঞানের জয়যাত্রা । আধুনিক মানুষের জীবন আজ বিজ্ঞান নির্ভর । বিজ্ঞানকে কাজে লাগিয়ে দুর্ভিক্ষ, মড়ক, প্রাকৃতিক দুর্যোগের অনেকটাই মোকাবিলা করা সম্ভব হয়েছে । সুতরাং বিজ্ঞানের জয়যাত্রা মানে মানব সভ্যতার জয়যাত্রা ।

প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের জয়যাত্রা— আমাদের দৈনন্দিন জীবনে সব রকমের সুখ ও স্বাচ্ছন্দ এনে দিয়েছে বিজ্ঞান । আমাদের শোবার ঘর থেকে রান্নাঘর, পড়ার ঘর, ক্লাসরুম, অফিস-আদালত সর্বত্র বৈজ্ঞানিক জিনিসপত্র ব্যবহার করে জীবন আরো সুন্দর ও সহজ হয়েছে । টাইমটেবিল থেকে টাইপরাইটার, কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট সব কিছুই বিজ্ঞানের সোনালী ফসল । এগুলি আমাদের জীবনে এতটাই অপরিহার্য হয়ে উঠেছে যে এগুলি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না ।

কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের জয়যাত্রা — মানব সভ্যতাকে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত করতে সক্রিয়ভাবে সাহায্য করছে বিজ্ঞান । সমাজকে সম্পূর্ণভাবে কুসংস্কারমুক্ত করার দায়িত্ব আমাদের প্রত্যেকের । এর জন্য গ্রামে গ্রামে, শহরের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞান মেলা, বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা, বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত করে কুসংস্কার দূর করা সম্ভব । এর মাধ্যমে জনসাধারণ সচেতন হবে বিজ্ঞানের প্রতি । কুসংস্কার জীবনে যে কী মারাত্মক ক্ষতি করতে পারে সে সম্পর্কে মানুষ অবহিত হবে । প্রকৃত সত্যের সন্ধান পাবে ।

উপসংহার — বিজ্ঞানের জয়যাত্রায় মানুষ আজ আর পিছনের দিকে তাকাবার অবকাশ পায় না । শোনা যায় বিশ্ব সৃষ্টি হয়েছিল মহাবিস্ফোরণ 'বিগব্যাং' এর মাধ্যমে । এই সৃষ্টির পর বিশ্ব ব্রহ্মান্ডের আকার ও পরিধি দিনে দিনে বেড়েই চলেছে । এই বৃদ্ধিকে বলা হয় Expanding Universe' । বিজ্ঞানের জয়যাত্রা দিনে দিনে বেড়েই চলেছে । বিজ্ঞানের জয়যাত্রা কোন দিনই থামবে না ।

****

Comments

Related Items

ছাত্র জীবনে খেলাধূলার প্রয়োজনীয়তা

'ছাত্রানাং অধ্যয়নং তপঃ' । ছাত্রছাত্রীদের প্রধান কাজ হল পড়াশুনা করা । পড়াশুনাকে তপস্যার মতো করেই করা দরকার ।

বিশ্বের ত্রাস মহামারী করোনা

ভুমিকা:- একবিংশ শতাব্দীতে সভ্যতার শিখরে বাস করেও মানুষ ভয়ঙ্কর এক মহামারির মোকাবিলা করতে পারেনি । সেই মহামারি হল করোনা । ধনী বা দরিদ্র কোন দেশই করোনা নামক মহামারির কবল থেকে রেহাই পায়নি । করোনা এমনই এক রোগ যা অতি দ্রুত মানুষকে সংক্রমিত করে । এটা নতুন রো

পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প

"বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি । / দেশে দেশে কত-না নগর রাজধানী — / মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, / কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু / রয়ে গেল অগোচরে । বিশাল বিশ্বের আয়োজন ; / মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ ।" — রবীন্দ্রনাথ ঠাকুর

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

যুগে যুগে বাংলার বুকে যে সকল ক্ষণজন্মা মহাপুরুষ জন্মেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁদের মধ্যে অন্যতম । ঈশ্বরচন্দ্রের পাণ্ডিত্য, চারিত্রিক দৃঢ়তা, কর্মনিষ্ঠা, নির্ভীকতা, হৃদয়বত্তা মানবসমাজে এক জ্বলন্ত দৃষ্টান্ত । হিমালয়ের মতো বিশাল ও উন্নত মনের মানুষ ঈশ্বরচন্দ্র শুধুমাত্র বিদ্যাসাগর ছিলেন না, করুণার সিন্ধুও ছিলেন ।

রক্তদান — মানবকল্যাণের আর এক নাম

"দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ, / ধন্য হবে জনন তোমার, মহৎ তোমার দান । "